ই-পাসপোর্টের জন্য অনলাইনে ফর্ম পুরণ করার আগে কি ব্যাংকে টাকা জমা দিতে হবে?
ই-পাসপোর্ট নিয়ে সবার অনেক প্রশ্ন। তার ই উত্তর দিতে আমাদের এই ওয়েবসাইট। এই আনওফিসিয়াল ওয়েবসাইট টি সর্বদা আপনাদের কে ৯০ ভাগ সঠিক তথ্য প্রদান করবে এই নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ৷ চলুন শুরু করা যাক।
প্রথমত এখনো ই-পাসপোর্ট পুরোপুরি ভাবে চালু না হওয়ায় এতে নানা মুখি সমস্যা বিদ্যমান রয়েছে। তাছাড়া একটি এত বড় প্রজেক্ট চালু হলে নতুন নতুন বহুমুখী সমস্যা দেখা দিবে এটাই স্বাভাবিক৷ সুনাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব এই অসুবিধা মেনে নেয়া এবং সহযোগিতা করা৷ আপনাদের যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন contact@epassport.gov.bd এই ঠিকানায়৷ সঠিক ভাবে বিষয় (Email Subject) উল্লেখ করে, বিস্তারিত তথ্য দিয়ে (email body) আপনার ই-মেইল টি করুন। আপনাদের সহযোগীতা করার জন্য ই-পাসপোর্ট সর্বোচ্চ চেষ্টা করছে৷ আপনারাও সহযোগিতা করুন। যেহেতু এখনো স্বল্প পরিসরে ই-পাসপোর্ট দেয়া হচ্ছে এবং অসংখ্য আবেদন হয়েছে, এই কারণে হয়ত আপনাদের সমস্যা সমাধানে একটু সময় লাগতে পারে৷
আপনার সমস্যা কিভাবে ই-পাসপোর্টের নিকট ই-মেইল করবেন?
ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রথমে আপনি ই-পাসপোর্ট ওয়েবসাইটে যাবেন। ফর্ম পুরণ করবেন। আপনি সহজ ৫ টি ধাপেই ই-পাসপোর্ট পেয়ে যাবেন৷
কিভাবে ই-পাসপোর্টের ফর্ম পুরণ করবেন?
কিভাবে ই-পাসপোর্টের ফর্ম পুরণ করবেন?
রেজিষ্ট্রেশন ফর্ম যেটা বের হয়েছে তাতে ব্যাংক ফি অংশটা ফাকা আছে কারণ আমি অফলাইনে টাকা দিব। ফর্মের এই অংশটা কিভাবে পূরণ করবো? ধন্যবাদ।
ReplyDeleteওটাতে সঠিক ভাবে টাকা জমা দেয়ার পর যে রেফারেন্স নাম্বার পাবেন তা যুক্ত করে দিবেন।
Deleteআমি mrp , থেকে ই পাসপোর্ট এ আগের তথ্য তুলে দিয়েছি কিন্তু nid te বাংলায় লেখা ও পিতা মাতার নামে কিছু change কোনো সমস্যা হবে কি
ReplyDeleteআমি ফ্রম পুরুন করেছি এখন আমার টাকা জমা দেয়ার শেস তারিখ কবে হবে
ReplyDelete