ই-পাসপোর্ট এর মত গুরুত্বপূর্ণ বইটি হাতে পেতে অনেকের ই নানান সমস্যা হয়৷ অনেকের মনে নানান প্রশ্ন থাকে। আজকে তারই ধারাবাহিকতায় আরেকটি প্রশ্নের উত্তর করছি। এই ওয়েবসাইটে তারই ধারাবাহিকতায় আজ এই প্রশ্নের উত্তর করছি। শুধুমাত্র একটি শব্দের নাম হলে কিভাবে ই-পাসপোর্ট করব? ধরুন আপনার নাম হল শুধুমাত্র Shahriar. আপনাদের অনেকের ই ধারণা ই-পাসপোর্ট এর নাম দুই শব্দের ই হতে হবে। আসলে ব্যাপারটা এমন নয়। আপনার নাম যদি দুই শব্দের নাম হয়, তাহলে একটি শব্দ আপনার Given Name, অন্যটি আপনার Surname. প্রত্যেকটা মানুষের ই Given Name থাকবে। কিন্তু সবার Surname নাও থাকতে পারে। অতএব আপনার যদি Surname না থাকে, তাহলে আপনি শুধু Given Name এর ঘরে আপনার নাম লিখবেন। অন্যঘর খালি রাখবেন। অর্থাৎআপনার নাম একটি হলে শুধুমাত্র Given Name পুরণ করবেন৷ ব্লগটি ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ রইল৷ ধন্যবাদ।
ই-পাসপোর্ট বাংলাদেশ | epassport Bangladesh all updates, form fillup, problem solution unofficial helping website