ই-পাসপোর্টে Pending SB Police Clearance বলতে কি বুঝায়?
অনেক গুলো নিরাপত্তা স্তর পার করে আপনার ই-পাসপোর্ট টি তৈরি হয়। এই ই-পাসপোর্ট উন্নত বিশ্বের একটি পাসপোর্ট।
Pending SB Police Clearance এই স্ট্যাটাস এর মানে হল পাসপোর্ট টির পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাসপোর্ট অফিসে আসে নি। এমন অবস্থায় অপেক্ষা করুন পুলিশের ফোনের জন্য। হতে পারে আপনার পুলিশ ভেরিফিকেশন হয় নি। অথবা অনেক দেরি হয়ে গেলে SB office এ যোগাযোগ করুন। এমন হতে পারে আপনার রিপোর্ট টি SB office থেকে পাসপোর্ট অফিসে পাঠানো হয় নি।
আপনার আরো কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাবেন। এটি একটি আন অফিসিয়াল ব্লগিং ওয়েবসাইট, সাধারণ মানুষকে যতটুকু সম্ভব তথ্য দিয়ে হেল্প করার জন্য। এখানে কোনো পাসপোর্ট বানানোর সহযোগিতা পাওয়া যায় না। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
Comments
Post a Comment