আমার এমআরপি পাসপোর্টে মাতা পিতার নাম আছে ইংরেজিতে, NID কার্ডে মাতা পিতার নাম আছে বাংলায় - এখন কোনটা দিয়ে ই-পাসপোর্ট করব?
ফেসবুক পেইজেএকজন প্রশ্ন করলেনঃ আমার এমআরপি পাসপোর্টে মাতা পিতার নাম আছে ইংরেজিতে, NID কার্ডে মাতা পিতার নাম আছে বাংলায় - এখন কোনটা দিয়ে ই-পাসপোর্ট করব?
আর আপনার MRP তে সব তথ্যই ইংরেজিতে আছে। অতএব আপনার ইপাসপোর্টেও সব তথ্য ইংরেজিতে আসবে।
****ই-পাসপোর্টে Pending SB Police Clearance বলতে কি বুঝায় জেনে নিন****
এছাড়া নতুন ePassport করতে গেলেও আপনি সব তথ্য ইংরেজিতেই পূরণ করবেন। হতে পারে NID কার্ডে বাংলায় লিখা আছে। সেটা কোনো সমস্যা হয়। তবে হ্যা অবশ্যই নির্ভুল ভাবে, ১০০% নির্ভুল ভাবে আপনি নিজেই নিজের বাবা মায়ের নাম ইংরেজিতে সঠিক ভাবে টাইপ করুন। অন্যথায় পরবর্তীতে এসব বানান ঠিক করার জন্য আপনাকে ঝামেলা পোহাতে হবে।
Comments
Post a Comment